সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

আবার হিরো আলমের ফেসবুক পেজ হ্যাকড!

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০১:৩৮ পিএম

আবারও হ্যাকের কবলে হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ। শনিবার দিবাগত রাত ২টা ৫০ এর দিকে তার ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয়, উগান্ডা সাইবার টিম দ্বারা পেজটি হ্যাক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম।

হিরো আলম এখন কলকাতায় ‘নীলে গেম’ ও ‘মিয়া ভাই’ নামে দুটি ছবির কাজে ব্যস্ত। তিনি বলেন, আমার পেইজ আবারও হ্যাক করা হয়েছে। বিষয়টি ডিবিকে জানিয়েছি। আমার আইটি বিভাগও পেজটি উদ্ধারে কাজ করছে।

তিনি বলেন, আমার উন্নতি দেখে অনেক মানুষের চোখ টাটায়। এজন্য বারবার বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে। তারা জানে, মেরে ফেলা ছাড়া আমাকে দমিয়ে রাখা যাবে না।

গত বছরও হ্যাকারদের কবলে পড়েছিল ফেসবুক পেজসহ হিরো আলমের দশটি অ্যাকাউন্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত