মিজানুর রহমান আরিয়ানের নাটক মানেই যেন দর্শকের অন্যরকম ভালো লাগা খুঁজে পাওয়া। রোমান্টিক গল্প বলায় তার জুড়ি নেই। একটা সময় উৎসব মানেই ছিল তার একাধিক নাটক কিন্তু ওটিটির ব্যস্ততায় এই নির্মাতা ছোট পর্দায় এখন অনেকটাই অনিয়মিত! এবার ঈদে মাত্র একটি নাটক নির্মাণ করেছেন, নাম ‘তখন যখন’।
ত্রিভুজ প্রেমের গল্পের এই নাটকটি দর্শকরা বেশ পছন্দ করছেন, সোশ্যালে কিংবা ইউটিউবের মন্তব্যের ঘরে সেরকমই আঁচ পাওয়া যায়। মুক্তির তিন দিনে ৩৯ লাখেরও বেশি দর্শক নাটকটি দেখেছেন। এই প্রতিবেদন লিখা পর্যন্ত নাটকটি দেখেছেন ৩৯ লাখ ৩৪ হাজার পাঁচশ এরও বেশি দর্শক। মন্তব্যের ঘরে সব ইতিবাচক বন্দনা।
একজন লিখেন, ‘শেষ দৃশ্যের কান্নাটা আমাকেও কাঁদিয়েছে। সাদিয়া আয়মানের অভিনয় দারুণ ছিল।’ অন্য একজন লিখেন, ‘শেষের কান্নাটা হৃদপিণ্ড স্পর্শ করল। ধন্যবাদ জানাই প্রিয় লেখক মিজানুর রহমান আরিয়ান স্যারকে।’ নাটকটি তিনবার দেখেছেন জানিয়ে একজন লিখেন, ‘সত্যি নাটকটি অসাধারণ। এখন পর্যন্ত প্রায় তিনবার দেখেছি। শেষ দৃশ্যটি ছিলো অসম্ভব হৃদয় ছুয়ে যাওয়ার মতো। মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের প্রতিটি নাটক মানব জীবনের বাস্তব চরিত্র ফুটে ওঠে।’
আরেকজন লিখেন, ‘নিহা-সাদিয়া স্ক্রিনে একই সাথে এই প্রথমবারের মতো তাদের দুজনকে বেশ ভালোই লাগছে দেখতে। তাদের দুজনের বেস্ট ফ্রেন্ড এর কম্বিনেশনটা দারুণ মানিয়েছে এই নাটকে।’ পরিচালকের প্রশংসা করে একজন লিখেন, ‘আরিয়ান সাহেব এমন একজন পরিচালক আমার কাছে কোন হিরো কোন নায়িকা এটা ম্যাটার করে না। জাস্ট গল্প দিয়ে উনি মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করে যা মানুষের মনে দাগ কেটে যায় অনেক দিন। আসলে পরিচালকদের এমনই হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবেও শুধু দেখি উনি কি পরিচালনা করছেন। এটার উপর ডিপেন্ড করেই উনার কাজগুলো দেখি।’
দর্শকদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এখন তো ত্রিভুজ প্রেমের গল্প খুব একটা করা যায় না। তারকা শিল্পীদের একটা অনিহা থাকে, তাদেরকে একসঙ্গে আনা যায় না। তারপরও তরুণ প্রজন্মের তিন জনপ্রিয় শিল্পীকে নিয়ে এবার লাভ ট্রায়াঙ্গাল স্টোরি করতে পেরেছি। দর্শকরা কাজটি দেখেছেন এবং বেশ পছন্দ করছেন। একজন নির্মাতা যখন দর্শকদের জন্য একটা কাজ তৈরি করেন এবং দর্শকরা যখন সেটি পছন্দ করেন অবশ্যই তখন ভালো লাগা কাজ করে। ভালো সংখ্যক দর্শক কাজটি দেখেছেন। তারা ফেসবুকে, ইউটিউবে নিজেদের ভালো লাগা শেয়ার করছেন। এখন পর্যন্ত যা মন্তব্য পেয়েছি সবই ইতিবাচক। সেই সংখ্যাটা সামনে আরও বাড়বে।’
‘তখন যখন’ এ অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাদিয়া আয়মান, নাজনীন নিহা প্রমুখ। নাটকটি দেখা যাচ্ছেন সিএমভির ইউটিউব চ্যানেলে।
এদিকে নির্মাতা জানিয়েছেন, এই মুহূর্তে তিনি দুটি ওয়েবের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। যার মধ্যে একটি ওয়েব ফিল্ম এবং অন্যটি ওয়েব সিরিজ। খুব শিগগিরই সেগুলো নিয়ে বিস্তারিত জানাবেন।