সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দুই বাসের চাপায় গুরুতর আহত ট্রাফিক সদস্য

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:১৪ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে দুই বাসের চাপায় মো. মিঠুন (৪২) নামে এক ট্রাফিক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তিনি ট্রাফিক ওয়ারী বিভাগের কর্মরত।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আশরাফ ইমাম জানান, দুপুরে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে ডিউটিরত ছিলেন মিঠুন। এসময় তুরাগ পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পদে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি জানান, ঘটনার পরপরই দুটি বাস জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত