বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

কাতারের আমিরের নামে ঢাকায় হচ্ছে সড়ক ও পার্ক

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০২:১২ এএম

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটির নামকরণ করা হবে। আগামী মঙ্গলবার বিকেল ৩টায় কাতারের আমিরের এ দুটি স্থাপনা উদ্বোধনের কথা রয়েছে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, কাতার বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এবং আমিরের এ সফরকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে তার নামে এই পার্ক ও রাস্তার নামকরণ করা হচ্ছে।

এ সময় তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্কের নামে রাজধানীর বনানীতে একটি সড়ক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তুরস্কে একটি সড়ক থাকার কথা উল্লেখ করেন মেয়র।

কাতারের আমির আগামী সোমবার দুদিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় আসছেন। বাসস

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত