রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইটভাটায় করাত কল বসিয়ে গাছ কাটার অভিযোগে জেডবিআই ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। অভিযানে সহযোগিতা করেন বালিয়াকান্দি থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের পাশে ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় জেডবিআই নামের ইটভাটার মালিকের নাম মো. শাহীন। কিন্তু ইটভাটাটি ভাড়া নিয়ে পরিচালনা করেন হাসান নামে এক ব্যবসায়ী। আইন অমান্য করে ওই ইটভাটায় বিভিন্ন ধরনের কাঠ পোড়ানো হয়। সম্প্রতি ইট ভাটায় কাঠ কাটার জন্য করাত কল (স’মিল) স্থাপন করা হয়েছে। ইট পোড়ানোর জন্য করাত কলে কাঠ কাটা হয়। বিষয়টি জানতে পেরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ঘটনার সত্যতা পেয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা পরিচালনা করার জন্য জরিমানা করা হয়েছে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (নিয়ন্ত্রণ)- ২০১৩ এর ৬ ধারা ভঙ্গেও কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।