প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রাজনীতি নানা কারণে কলকাতার আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। ২০২১ সালে প্রথম সন্তানের মা হন নুসরাত। সেই সন্তানের বাবা কে তা প্রকাশ করেননি নুসরাত। যা নিয়ে এখনো কটাক্ষের শিকার হতে হয় তাকে। যদিও গত কয়েক বছর দীপাবলি কিংবা বড়দিনের সময় ছেলের পেছন থেকে তোলা ছবি প্রকাশ করেছেন নুসরাত।
আগে ৫ মে অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন নুসরাত ও তার ছেলে ইশান। সেখানে ক্যামেরায় ধরা পড়েছে ইশান। কিন্তু এবার কেক কেটে মা-ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন নুসরাত। মা-ছেলের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
সাদা টি শার্ট পরে মুখে আঙুল দিয়ে মায়ের কোলে বসা ছোট্ট ইশান। ছেলে হুবহু বাবার ফটোকপি, এমনটাই বলছেন নেটিজেনরা।
করোনা লকডাউন চলাকালীন ২০২১ সালে জানা যায় নুসরাত অন্তঃসত্ত্বা। সেই সময় পিতৃ পরিচয় নিয়ে ওঠে প্রশ্ন। কারণ তখনও স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হয়নি নুসরাতের।