আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। টুর্নামেন্টের নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দাম্বুলা থান্ডার্স।
১ জুলাই থেকে শুরু হবে এবারের এলপিএল।
আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার খবরটি জানায় দাম্বুলা। ফ্যাঞ্চাইজিটি লিখেছে, 'বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে দাম্বুলা থান্ডার্স গর্বিত।'
সম্প্রতি বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে।
এলপিএল এর গত আসরে রানার্সআপ হওয়া দাম্বুলা অরা এখন নাম বদলে দাম্বুলা থান্ডার্স।
এলপিএলের এবারের নিলামে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। শ্রীলঙ্কান বোর্ড তার কিছু নাম প্রকাশ করে সেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।