বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

সাভারে ইয়াবাসহ ইউপি যুবলীগ নেতা আটক

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:২৬ এএম

সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতা আবদুল হামিদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপন পালিয়ে গেলেও তার স্ত্রীকে ইয়াবাসহ আটক করে পুলিশ। গতকাল সোমবার বিকেলে খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, সাভারের খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্বপন কৌশলে পালিয়ে গেলে তার স্ত্রীকে আটক করা হয়। একই সঙ্গে আবদুল হামিদ নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছে ২০০ পিসেরও বেশি ইয়াবা পাওয়া গেছে।

এ ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জিএস মিজান বলেন, ‘বিষয়টি এখনো আমার জানা নেই। এ রকম কারও বিরুদ্ধে মাদকের অভিযোগ এলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত