শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

আজ অনলাইনে রোমান্স করার দিন

আপডেট : ১৪ মে ২০২৪, ০৭:২৯ পিএম

তথ্য-প্রযুক্তির সহায়তায় পৃথিবী চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা সম্ভব। প্রযুক্তি নির্ভর এই যুগে বিভিন্ন ডেটিং অ্যাপ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী-পুরুষের পরিচয়ের হচ্ছে। সেই পরিচয় অনেক সময় প্রণয়-পরিণতির দিকে যাচ্ছে।

এই বিষয়টাকে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন স্থানে ১৪ মে পালিত হয় ‘অনলাইন রোমান্স ডে’। অর্থাৎ অনলাইনে রোমান্স করার দিন।  ১৯৬৫ সালে ‘ম্যাচ ডটকম’ সর্বপ্রথম অনলাইনে ডেটিং বা রোমান্স চালু করে।

২০০৭ সালের দিকে অনলাইন ডেটিং ছিল দ্বিতীয় জনপ্রিয় অনলাইন পেইড পরিষেবা। এভাবেই সারাবিশ্বে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে অনলাইন ডেটিং।

বর্তমানে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, বিভিন্ন ডেটিং অ্যাপগুলোতে নারী-পুরুষ রোমান্স করতে পারেন তাদের পছন্দ অনুযায়ী।

চ্যাট রুম ও মেইলিং তালিকার আগের ফর্ম থেকে শুরু করে আধুনিক ডেটিং সাইট যেমন- বাবল, টিন্ডার, ওকেকিউপিড ইত্যিাদি এখন অনলাইন ডেটিং দ্রুত মূলধারার অংশ হয়ে উঠছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত