বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

গৌতম বুদ্ধের চরিত্রে আবুল হায়াত

আপডেট : ২১ মে ২০২৪, ০৮:৪৫ পিএম

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দুরন্ত টিভির উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা - সিজন ৩’ দেখা যাবে নতুন রূপে। বুদ্ধপূর্ণিমার দিনটি ভিন্নভাবে উদযাপন করতে সফদার ডাক্তারের বাড়ির শিশুদের মধ্যে চলে আনন্দ আয়োজন। শিশুরা এবং তাদের সফদার দাদু গৌতম বুদ্ধের জীবনীর ওপর মঞ্চনাটক করার পরিকল্পনা করে। গৌতম বুদ্ধের চরিত্রে থাকবেন সফদার ডাক্তার। সেই মঞ্চনাটককে ঘিরে ঘটতে থাকে নানান মজার কাণ্ড কারখানা। 

বুদ্ধপূর্ণিমার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা - সিজন ৩’ প্রচারিত হবে ২২ মে দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। 

এতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন, রাইদা ঋ জুনি, অন্যান্য চরিত্রে আছেন আবুল হায়াত, সাজু খাদেম, প্রাণ রায়, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ।

বানাই মজার খাবার মা-বাবা আর আমি
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’ এর বিশেষ পর্ব প্রচারিত হবে দুরন্ত টিভিতে। অনুষ্ঠানটিতে দেখা যাবে একজন শিশু তার মায়ের সাথে সঞ্চালকের বাসায় আসে। তারা মজার ছলে, আনন্দ করে, গল্প বলে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বিশেষ খাবার রান্না করে।
সঞ্চালক গল্প বলার মাধ্যমে খাবারের উপকরণগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য দেন, এবং খাবারের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বলেন। রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা’র সঞ্চালনায় ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’ বুদ্ধপূর্ণিমার বিশেষ পর্ব পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ২২ মে দুপুর ২টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এছাড়াও বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘আলো আমার আলো’ প্রচারিত হবে ২২ মে দুপুর ১২টায়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত