মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারে জড়িতদের গ্রেপ্তার দাবি নুরের

আপডেট : ২৫ মে ২০২৪, ০৩:০১ এএম

বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের (নুর) একাংশের সভাপতি নুরুল হক নুর। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি জানান। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল শুরু হয়, যা বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক ঘণ্টায় এমপি আনারের হত্যার তথ্য দিলেন, অথচ একযুগ পার হলেও সাংবাদিক সাগর-রুনি হত্যার তথ্য দিতে পারেন না। তার মানে সরকার হত্যাকারীদের রক্ষা করছে।’ তিনি বলেন, ‘দুর্নীতি ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। জেনারেল আজিজ তার প্রভাব খাটিয়ে তার সন্ত্রাসী ভাইদের রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন। আজিজের মতো সন্ত্রাসী পরিবারের একজন সদস্যকে সেনাপ্রধান কে বানিয়েছে? সাবেক পুলিশ প্রধান বেনজীরের হাজার কোটি টাকার সম্পদ। সাবেক পুলিশ প্রধান বেনজীরকে ডিএমপি কমিশনার থেকে র‌্যাব প্রধান, পুলিশ প্রধান কে বানিয়েছে? এ দায় সরকার ও সরকারপ্রধান এড়াতে পারে না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত