শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বাজেটকে স্বাগতকে জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল

আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:৫২ পিএম

জাতীয় সংসদে বৃহস্পতিবার দেশের ৫৩তম জাতীয় বাজেটের প্রস্তাব করা হয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে দলীয় কার্যালয় বগুড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন শহরে আনন্দ মিছিল বের করে। 

আনন্দ মিছিল শেষে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, আইন সম্পাদক অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত