বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

রাঙ্গামাটিতে বজ্রপাতে নিহত ৪ একজন নিখোঁজ

আপডেট : ১৬ জুন ২০২৪, ০১:২৭ এএম

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ চারজন মারা গেছে। গতকাল শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান।

অন্যদিকে উপজেলার মিনাবাজার এলাকায় কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত বোটে বজ্রপাতে আরও তিনজন নিহত হন। তারা হলেনÑ বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৫০) ও ওবায়দুল্লাহ (৩০)। এ ঘটনায় বোটচালক আক্কাস আলী (৪৫) নিখোঁজ রয়েছেন। লংগদু থানার ওসি হারুনুর রশিদ গতকাল সন্ধ্যা ৭টায় দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা এ পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত