মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

রংপুরে আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস, রাবার বুলেট নিক্ষেপ, আহত ৩০

  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে
  • এতে করে সাংবাদিক, শিক্ষার্থী ও আন্দোলনকারীসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৩:৩৩ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে আন্দোলনকারীদের উপর পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করছে। এতে সাংবাদিক, শিক্ষার্থী ও আন্দোলনকারীসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে শহর থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড় পৌঁছায়। পরে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময়ে ক্যাম্পাসে অবস্থান করা ছাত্রলীগ পিছু হটে।

পরে ১নং গেটের সামনে ছাত্ররা প্রতিবাদ, আন্দোলন ও বিক্ষোভ করতে থাকলে পুলিশ প্রথমে টিয়ারগ্যাস ও পরে রাবার বুলেট ছুড়ে। এতে অন্তুত ২০ আন্দোলনকারী ও ৪ জন সাংবাদিক আহত হয়েছে।

পরে পুলিশের হামলার মুখে পরে পিছু হটে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটে অবস্থান নেয়।

এরপর পুনরায় পুলিশি পাহাড়ায় ছাত্রলীগ আসে এবং আন্দোলনকারীদের পিছু হটাতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এভাবে পিছু হটতে হটতে তারা বিশ্ববিদ্যালয় এরিয়া পেরিয়ে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান করছে।

আহত বেশ কয়েকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটা আন্দোলনের এই বিক্ষোভ দেশে যে রুপ নিয়েছে, সরকার যেভাবে আমাদের ব্যঙ্গ করেছে আমরা তারই প্রতিবাদে এসেছিলাম। গতকাল সারাদেশে যা হয়েছে তার প্রতি বিক্ষোভ করতে এসে আমরাও আজ পুলিশি ও ছাত্রলীগের হামলার শিকার হচ্ছি।

বর্তমানে আন্দোলনটি ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে অবস্থান করছে। পুলিশ বারবার পিছু হটানোর চেষ্টা করলেও তারা পিছিয়ে গিয়ে পুনরায় পাল্টা আক্রমণের চেষ্টা করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত