কাঁচের বোতল থেকে টমেটো কেচাপ বের করার ঝক্কি তো সবার জানাই আছে। কখনো বেরই হতে চায় না, আবার কখনো অনেকটা বেরিয়ে পড়ে। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে গোল হলো সেই কেচাপের মতো। কখনো হতে চায় না, আবার যখন হওয়া শুরু করে তখন হতেই থাকে।
উদাহরণস্বরূপ ২০১০ সালে পর্তুগালের জার্সিতে গোল পাচ্ছিলেন না রোনালদো। প্রায় ১৬ মাস পার হয়ে গেছে। আশপাশে এ নিয়ে কথা হচ্ছিল। ঠিক সেইসময় রোনালদো সংবাদকর্মীদের বলেছিলেন, ‘ফুটবলের এক কিংবদন্তি আমাকে বলেছিলেন, গোল হলো কেচাপের (চাটনিবিশেষ) মতো। অনেক সময় অনেক চেষ্টা করেও (বোতল থেকে) বের করা যায় না। কিন্তু যখন বেরিয়ে আসে একেবারে অনেকটুকু বের হয় একই সময়ে।’
এত বছর পর রোনালদোর সেই মন্তব্য ফের শোনা গেল চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের ড্র অনুষ্ঠানে। গতকাল বৃহস্পতিবার মোনাকোয় বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের ড্র অনুষ্ঠানে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ১৪০ গোল করা রোনালদোকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এই অনুষ্ঠানেই রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে ফেরার একটা সম্ভাবনার কথাও বলেছেন ৩৯ বছর বয়সী আল নাসর তারকা।
অনুষ্ঠানের এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হয়, পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জয়ের মাঝে কোনটা স্পেশাল? জবাবে সিআরসেভেন ফিরিয়ে আনলেন সেই 'কেচাপ' প্রসঙ্গ, ‘প্রথমটি সব সময়ই বিশেষ কিছু, যখন ম্যানচেস্টারে ছিলাম। অবশ্যই রিয়াল মাদ্রিদের সময়টি আলাদাভাবে বিশেষ, সেখানে চারবার চ্যাম্পিয়ন হয়েছি। মনে পড়ে তখন লিসবনে ২০১৮ সালে (আসলে ২০১৪) নিজেকে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় মনে হয়েছে এবং চ্যাম্পিয়নস লিগ জয়ের চাপও ছিল। কিন্তু আমার মতে, গোল ও শিরোপা হলো কেচাপের মতো। একবার বের হয়ে আসা শুরু হলে শুধু আসেই।’