মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘এনদ্রিক যা করতে পারে, অনেকে তা ভাবতেও পারে না’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পিএম

জয় দিয়ে লা লিগা অভিযান শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল মঙ্গলবার রাতে স্টুর্টগার্টকে ৩-১ গোলে হারানোর ম্যাচে শেষ গোলটি করেছেন এনদ্রিক। রিয়ালের এই ব্রাজিলিয়ান সেনসেশন ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজেদের বক্সের একটু বাইরে থেকে বল টেনে নিয়ে ওই গোলটি করেন। এই গোল নিয়েই এখন ফুটবল দুনিয়া চলছে চর্চা। এনদ্রিককে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।

ম্যাচের শেষ মুহূর্তে এনদ্রিকের একপাশে কিলিয়ান এমবাপে, আরেক পাশে ছিলেন ভিনিসিউস জুনিয়র। সামনে প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। এনদ্রিক চাইলেই দুই সতীর্থের কাউকে পাস দিতে পারতেন। কিন্তু তিনি আচমকাই বক্সের বাইরে থেকে শট নিয়ে বল পাঠিয়ে দিলেন জালে! গোলটি করতে না পারলে নিশ্চিতভাবেই সমালোচনার শিকার হতেন এন্দ্রিক। কিন্তু গোলটি করায় এখন তিনি ভাসছেন প্রশংসায়।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘ছেলেটার সাহস আছে। ম্যাচের শেষ শট ছিল সেটি। থ্রি-অন-ওয়ান অবস্থায় সবচেয়ে উপযুক্ত কাজ হতে পারত পরিস্থিতিটাকে কাজে লাগানো, দুই পাশে এমবাপে ও ভিনিসিউস ছিল অপেক্ষায়। তবে গোল করার আত্মবিশ্বাস তার আছে। সবচেয়ে কঠিন পথটাই সে বেছে নিয়েছে, কিন্তু সেই কাজটা খুব ভালোভাবে করতে পেরেছে। মূল লক্ষ্য তো গোল করা।’

তিনি আরও বলেন, ‘অনেকে যা ভাবতেও পারে না, তেমন কিছু করার সামর্থ্য আছে এন্দ্রিকের। এখানেই যেমন, কেউ ভাবতে পারেনি, ওই অবস্থা থেকে সে শট নেবে। সহজাত এই উপহার সে পেয়েছে। অনেক স্ট্রাইকারের যা স্বপ্ন, সেরকম কার্যকর ও নির্ধারক হওয়ার সহজাত ক্ষমতা তার আছে। তার মধ্যে স্পেশাল কিছু ব্যাপার আছে, অনুশীলনেও সেটা চোখে পড়ে।”

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত