মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

প্রসাধনীর যত্নআত্তি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম

সুন্দর মেকআপ ও ত্বক ঠিকঠাক রাখতে মেকআপ সামগ্রীর যতœ নেওয়া জরুরি। কীভাবে যত্ন নেবেন জেনে নিন

কসমেটিকস ব্যাগ কিনে সাজার সব জিনিস সেই ব্যাগে একসঙ্গে রাখুন। যতক্ষণ আপনি বাইরে থাকেন, এই ব্যাগ তো আপনার সঙ্গেই থাকে, কিন্তু চেষ্টা করবেন এগুলোকে শুকনো ও ঠা-া জায়গায় রাখতে। বেশি আর্দ্র বা গরম জায়গায় (যেমন, বাথরুম) যদি রাখেন, তা হলে দামি লিপস্টিক বা অন্য জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে।

খেয়াল রাখবেন আপনার কসমেটিকগুলোর এক্সপায়ারি ডেট যেন পেরিয়ে না যায়। সব কসমেটিকসেরই এক্সপায়ারি ডেট লেখা থাকে প্রোডাক্টের গায়ে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোকে ব্যবহার করে নেওয়াই কিন্তু সবচেয়ে ভালো। আর হ্যাঁ, পুরনো আর নতুন কসমেটিকসকে একসঙ্গে মিশিয়ে একেবারেই ব্যবহার করার চেষ্টা করবেন না।

প্রাইমার, কনসিলার বা ফাউন্ডেশন ও অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করার আগে ওদের টেক্সচার ও গন্ধ ঠিক আছে কিনা দেখে নিন। যদি মনে হয় সেগুলো খারাপ হয়ে গিয়েছে, তা হলে  সেগুলো ব্যবহার না করাই ভালো। অনেক সময় এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়ার আগেই সঠিক যতেœর অভাবে কসমেটিকস নষ্ট হয়ে যেতে পারে।

অনেক সময় দেখা যায়, কাজল বা লিপলাইনার অতিরিক্ত আর্দ্রতার ফলে নরম হয়ে গেলে বা অনেক সময় ওগুলোর ওপরে ছত্রাক বা ব্যাকটেরিয়াও জন্মাতে পারে। সেক্ষেত্রে বরফের মধ্যে ওগুলোকে আধা ঘণ্টা রেখে দিন। একই কাজ করতে পারেন নরম হয়ে যাওয়া লিপস্টিক বা লিপবামের ক্ষেত্রেও।

মেকআপ কিটে রাখা নানারকম ব্রাশগুলো কিন্তু খুবই কাজের। বিশেষজ্ঞরা তাই মেকআপ কিটের ব্রাশগুলোকে রোজই পরিষ্কার করতে বলেন। কোনো একটা মেকআপ ক্লিনিং স্প্রে দিয়ে রোজ পরিষ্কার তো করবেনই, আর সপ্তাহে অন্তত একদিন গরম পানিতে বেবি শ্যাম্পু দিয়ে ব্রাশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করুন। তবে ভালো করে শুকাতে কিন্তু ভুলবেন না।

লিপস্টিক যতটা সম্ভব শুকনো, ঠান্ডা জায়গাতেই রাখার চেষ্টা করুন। ব্যবহার করার পর যদি লালা লেগে থাকে, তা হলে কিন্তু লিপস্টিক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই প্রত্যেকবার ব্যবহার করার পর লিপস্টিকের ওপরের অংশটি ভালো করে পরিষ্কার করে নেবেন। আর নিজের স্বাস্থ্যের কথা ভেবে অন্যের লিপস্টিক ব্যবহার না করাই ভালো। আর এই কথাটা কিন্তু সব কসমেটিকসের ক্ষেত্রেই প্রযোজ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত