শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বাড়তে থাকা মানি প্ল্যান্ট গাছের যত্ন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১২:১২ এএম

ঘরে বা বারান্দায় অনেকেরই মানি প্ল্যান্ট গাছ রয়েছে। কম খরচে, অল্প যত্নে বেড়ে ওঠে বলে অনেকরই পছন্দের তালিকায় থাকে গাছটি। খুব বেশি যতেœর দরকার হয় না। ফলে অনায়াসেই বাড়ে এই গাছটি। এ ছাড়া মানি প্ল্যান্টেরও কিন্তু সারের প্রয়োজন। সঠিক পরিমাণে সঠিক সার দিলে তবেই মানি প্ল্যান্ট বৃদ্ধি পাবে। বাইরের হোক বা অন্দরের, মানি প্ল্যান্ট লাগানো হয় ঘরের শোভাবৃদ্ধির জন্য। সার ভালো মাত্রায় দিলে তবেই কিন্তু পাতার রঙ হলদেটে হবে না, পর্যাপ্ত পুষ্টি পেলে পাতাগুলোর চাকচিক্য বজায় থাকবে, বৃদ্ধিও হবে।

কোন সার

নাইট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাস বেশি মাত্রায় রয়েছে মানি প্ল্যান্টের জন্য এমন সার কিনুন। গোবরের সঙ্গে এই প্রকার সার ব্যবহার করতে পারলে বেশ ভালো ফল দেবে। মাসে একবার করে ব্যবহার করলেই যথেষ্ট।

পর্যাপ্ত রোদ

সরাসরি রোদ লাগলে গাছের পাতা শুকিয়ে যেতেই পারে। তাই বলে মানি প্ল্যান্টকে একেবারে রোদবিমুখ করে রাখা যাবে না। সরাসরি রোদ আসে না, এমন জায়গায় রাখলে মানি প্ল্যান্ট ভালো থাকে।

পানির প্রয়োজন

মানি প্ল্যান্টে খুব বেশি পানির প্রয়োজন হয় না। তবে গাছের মাটি শুকিয়ে গেলে প্রয়োজন বুঝে পানি দিতে হবে। গাছে কখন পানি দিচ্ছেন সেটাও খেয়াল রাখতে হবে। অনেক রোদ এমন সময় পানি দেওয়া যাবে না।

পোকার সংক্রমণ

মানি প্ল্যান্ট খুব বেশি যত্নআত্তি চায় না। মানি প্ল্যান্টে পোকামাকড় বাসা বাঁধলেও কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই পোকামাকড়ের উপদ্রব দেখলে ডিসপ্রেন ট্যাবলেট পানিতে গুলে গাছে স্প্রে করতে পারেন। এক সপ্তাহ পরপর। পোকা চলে যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত