শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ফুলদানির ফুল তাজা রাখবেন যেভাবে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:১৭ এএম

তাজা ফুল কিনে ফুলদানিতে রাখার একদিন পরই যেন নেতিয়ে যায়। আর দু-তিন দিন পর পুরোপুরি বাতিল হয়ে যায।  কিছু বিষয় যদি মেনে চলেন তবে ফুলদানিতে ফুল তাজা থাকবে এক সপ্তাহ পর্যন্ত। কীভাবে ফুল তাজা রাখবেন জেনে নিন।

পরিষ্কার ফুলদানিতে ফুল রাখুন। বড় আকারের ফুল থাকলে, সেটি আলাদা করে কেটে ছোট ফুলদানিতেও সাজাতে পারেন। পানি দিয়ে রাখার সময় ফুলের ডাঁটি ৪৫ ডিগ্রি কোণে কাটতে হবে। এতে ডাঁটির অনেকটা অংশ পানির সংস্পর্শে থাকবে। ফলে পানি শোষণ করা সহজ হবে।

পানির তাপমাত্রাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলদানি হোক বা কাচের পাত্র, যেখানেই পানি রাখুন, তা যেন ঘরের তাপমাত্রায় থাকে। তবে যদি ফুলকুঁড়ি অবস্থায় থাকে তা হলে ঠা-া পানি দিতে পারেন। ফুলদানির চার ভাগের তিন ভাগ পানি রাখতে হবে। ফুলের ওপর থেকেও হাতে করে একটু পানি ছিটিয়ে দিতে পারেন। এতেও ফুল তাজা থাকবে।

ফুল রাখার সময় খেয়াল রাখুন ডাঁটির সঙ্গে থাকা পাতা পানিতে ডুবে নেই তো। এতে পাতা পচে যেতে পারে। তা থেকে ব্যাক্টিরিয়া সংক্রমণও হলে ফলে ফুল দ্রুত শুকিয়ে যেতে পারে।

ফুলদানিতে এক দিন পানি দিয়ে রেখে দিলে হবে না। প্রতি দিন সেই পানি বদলাতেও হবে। পাপড়ি শুকিয়ে গেলে বা পাতা পচতে দেখলে সেগুলো ছেঁটে ফেলা দরকার।

ফুল বেশি দিন তাজা রাখতে চাইলে কড়া সূর্যালোক বা জোর হাওয়া থেকে দূরে রাখতে হবে। ফুল দীর্ঘদিন ভালো রাখতে ফুলের দোকানে কিছু মিশ্রণ পাওয়া যায়, যা পানিতে মিশিয়ে নিতে হয়। এগুলোও ব্যবহার করলে ফুল তাজা থাকবে।

ফুলদানির পানিতে এক চামচ চিনি মিশিয়ে রাখতে পারেন। এর ফলে ফুলদানির ফুল এক সপ্তাহ পর্যন্ত তাজা থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত