ক্যালেন্ডারের পাতা গড়িয়ে এসেছে নতুন বছর। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএলের উত্তাপ এখন খেলার মাঠে। এর পরেই শুরু হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক ব্যস্ততা। ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে চলুন দেখে নেওয়া যাক নতুন বছরে বাংলাদেশের ক্রিকেটার কোথায়, কখন, কাদের বিপক্ষে মাঠে নামবেন।
বিপিএল শেষেই আন্তর্জাতিক মঞ্চে বড় পরীক্ষায় নামতে হবে নাজমুল হোসেন শান্তদের। ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে মার্চের শুরুর সময় পর্যন্ত বাংলাদেশ অংশ নেবে চ্যাম্পিয়নস ট্রফিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এপ্রিলের শুরুর দিকে শেষ হবে জিম্বাবুয়ে সিরিজ। জিম্বাবুয়ে সিরিজ শেষে কিছুটা বিরতি পাবেন টাইগার ক্রিকেটাররা। মে মাসের মাঝামাঝি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ।
পাকিস্তান সফর শেষে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। জুনের মাঝামাঝি থেকে জুলাই পর্যন্ত চলবে লঙ্কা সফর। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগস্টের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে ভারত। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। এর পর ফিরতি সফরে সেপ্টেম্বর মাসে ভারতে এশিয়া কাপ খেলতে উড়াল দেবেন লিটন দাসরা।
এশিয়া কাপ শেষে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। অক্টোবরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড দল। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ডিসেম্বরের শুরুর সময় পর্যন্ত চলবে আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজ দিয়েই ২০২৫ সাল শেষ করবে বাংলাদেশ।