মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

তামিমের নতুন নাটক; আফ্রিদির কাছে ‘অবসর ঘোষণা’

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

দেশের ক্রিকেটে গত এক বছরের বেশি সময় ধরে সবচেয়ে বড় প্রশ্ন- তামিম ইকবাল কি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন? বহু জল ঘোলা হলেও এই প্রশ্নের জবাব মেলেনি। আগের বোর্ড তার সঙ্গে দফায় দফায় সভা করেছে। বর্তমান ফারুক আহমেদের বোর্ডও তাই করেছে। কিন্তু জবাব আসেনি। তবে এবার সাবেক পাকিস্তানি অল-রাউন্ডার শহিদ আফ্রিদির কাছে জাতীয় দলে আর না খেলার ইঙ্গিত দিয়েছেন।

চলতি বিপিএলে চিটাগং কিংসের মেন্টর হয়ে এসেছেন শহিদ আফ্রিদি। তামিম নেতৃত্ব দিচ্ছেন ফরচুন বরিশালকে। ২০২৩ সালে সিরিজের মাঝে ঘোষণা দিয়ে অবসর নেওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফিরে এসেছিলেন। এরপর দুটি ওয়ানডে খেললেও বিতর্কের কারণে আর বিশ্বকাপে খেলা হয়নি। মাঝেমধ্যেই তামিমের জাতীয় দলে ফেরা কিংবা বিসিবির কর্মকর্তা হওয়ার গুজব ছড়ায়।

বিপিএল উপলক্ষে আফ্রিদি-তামিমরা একই হোটেলে উঠেছেন। চলছে নিয়মিত আড্ডা। তেমনই এক আড্ডার ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে দিয়েছেন আফ্রিদি, যাতে উঠে এসেছে তামিম ও আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবির অবসর প্রসঙ্গ। দুজনের কাছেই তাদের ক্যারিয়ারের ভবিষ্যত সম্পর্কে জানতে চান আফ্রিদি। নবি জানান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে হয়ত তিনি ওয়ানডে ছেড়ে দেবেন।

এসময় তামিমকে আফ্রিদি উর্দুতে জিজ্ঞেস করেন, ‘তাহলে তামিম তুমি একদম অবসরে? মানে একেবারেই শেষ?’ জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে (অবসরে)’। এরপর হাত ক্রস করে জানান ‘শেষ’। ২০২৩ সালে আফগানিস্তান সিরিজ চলাকালীন তখনকার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্যের পর আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম। পরে অবশ্য মাশরাফি বিন মুর্তজার হস্তক্ষেপে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফিরে এসেছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত