মারা গেছেন দেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক মো. আনিসুর রহমান। রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, আনিসুর রহমান নিউমোনিয়ায় ভুগছিলেন। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনিসুর রহমানের জন্ম ১৯৩৩ সালে ময়মনসিংহ জেলায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। ১৯৭৫ সালের পর তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) যোগদান করেন। তিনি সেখানে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেন। পরে তিনি দেশে ফিরে নিজেকে লেখালেখিতে নিয়োজিত করেন। তিনি বিআইডিএস’র জার্নালে লিখেছেন।
রবীন্দ্রসংগীত শিল্পী এবং গবেষক হিসেবেও পরিচিত ছিলেন অধ্যাপক আনিসুর রহমান। যুক্ত ছিলেন ছায়ানটের সঙ্গে। বিস্তর লেখালেখিও করেছেন।