প্রশ্নটা ছিল- সুযোগ পেলে ব্রাজিলের সর্বশেষ তিন বিশ্বকাপজয়ী (১৯৭০, ১৯৯৪ ২০০২) দলে নিজেকে কার জায়গায় দেখতে চাইতেন নেইমার? সম্প্রতি ‘চারলা’ নামে একটি পডকাস্টে নেইমারকে এমন প্রশ্ন করেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। জবাবে নেইমার যা বলেছেন, তাতে বেজায় চটে গেছেন আরেক বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি রিভালদো!
চটবেন না-ই বা কেন? নেইমার তো রিভালদোর জায়গাটাই নিতে চেয়েছেন! ২০০২ সালে দেশটির পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন রিভালদোর। আর তার জায়গাই কিনা নিতে চান নেইমার? ব্রাজিল কিংবদন্তি এটা মানতেই পারেননি। তিনি নেইমারের কথার প্রতিবাদ জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লম্বা পোস্ট দিয়েছেন।
৫২ বছর বয়সী এই কিংবদন্তি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি নেইমারকে বলতে শুনেছি, ক্যারিয়ারের সেরা সময়ে সে ২০০২ বিশ্বকাপে আমার জায়গায় খেলত। সত্যি বলতে, আমি তার প্রতিভা ও দক্ষতাকে স্বীকার করি এবং এটাও বিশ্বাস করি সে ওই দলে থাকতে পারত। কিন্তু আমার জায়গায় খেলতে নামলে গল্পটা অন্যরকম হতো। তার প্রতি সব ধরনের সম্মান ও প্রশংসা জানিয়ে আমি ১০০% নিশ্চিত হয়ে বলতে পারি (নেইমার থাকলে) এটা (বিশ্বকাপ জয়) ঘটত না।’
ওই বিশ্বকাপে নিজের অবদান ও বিশেষত্ব নিয়ে রিভালদো বলেন, ‘সেই সময় আমি বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য এতটাই মনোযোগী, দৃঢ়প্রতিজ্ঞ ও ক্ষুধার্ত ছিলাম যে, কেউ তার ক্যারিয়ারের সেরা সময়ে যতই ভালো হোক না কেন, আমার জায়গা নিতে পারেনি। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, যারা সেই মুহূর্তে আমার সঙ্গে ছিল, তারা জানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি কতটা কঠিন লড়াই করেছি।’
এদিকে নেইমারও চুপ থাকার পাত্র নন। তিনি রিভালদোকে পাল্টা দিয়ে বলেছেন, ‘শান্ত হোন, আমার বন্ধু। বিশ্বকাপে অংশ নেওয়া সব ব্রাজিলিয়ান খেলোয়াড়ই ১০০% নিবেদিত এবং মনোযোগী। কেউ কেউ তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, দুর্ভাগ্যজনকভাবে বাকিরা পারেনি। এটা ফুটবলেরই অংশ। আমি সব সময় আপনাকে সম্মান করেছি এবং আপনি ব্রাজিলের ফুটবলের জন্য যা যা করেছেন, সেসব অর্জনকে কখনোই খাটো করব না। আমাকে শুধু তিনজনের মধ্যে একজনের জায়গা নিতে বলা হয়েছিল। আপনি নিশ্চয় রোনালদো ও রোনালদিনিওর জায়গায় আমাকে দেখতে চাইবেন না, তাই না?’