যুদ্ধবিরতির বদলে গাজায় ফের হামলা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে তিনি এই নির্দেশ দেন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।
তিনি বলেছেন, রবিবার সকাল পর্যন্ত হামাস তার শর্ত পূরণ করতে পারেনি। চুক্তি অনুযায়ী হামাস ইসরায়েলকে জিম্মিদের তালিকা দেয়নি।
ড্যানিয়েল হ্যাগারি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে- যতক্ষণ পর্যন্ত হামাস তার দায়িত্ব পালন না করছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। যতক্ষণ না হামাস চুক্তির প্রতি তার বাধ্যবাধকতা পূরণ করছে, ততক্ষণ গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে যাবে।
এদিকে, এরই মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পূর্বনির্ধারিত সময়ের পর গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এ ছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টা আগে ইসরায়েলি জিম্মিদের তালিকা দেওয়ার কথা ছিল হামাসের।
কিন্তু সময়মতো মুক্তিপ্রাপ্ত জিম্মিদের তালিকা দিতে পারেনি হামাস। সশস্ত্র সংগঠনটি বলছে, ‘প্রযুক্তিগত কারণে ও সমন্বয়ের অভাবে’ তালিকা পাঠাতে বিলম্ব হয়েছে তাদের।
এদিকে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি শুরু হলে নিজ ঘরে ফেরার প্রহর গুনছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। কিন্তু দ্বারপ্রান্তে এসেও সব যেনো ভেস্তে গেলো।
১৫ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৬ হাজার ৮৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৭২৫ জন। দীর্ঘ সময় ধরে চলমান ইসরায়েলের এই আগ্রাসনে পুরো উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।