বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

খালে ঝাঁপ দিয়ে আসামি ধরলেন পুলিশ

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী জাহিদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আটকরা হলেন- গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আতাউর রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮), বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের আলমগীর সরকারের ছেলে রাসেল সরকার (৩৪) ও গোয়ালগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বোরহান উদ্দিন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৯ জানুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিন মাদক ব্যবসায়ীর মধ্যে জাহিদ একজন কুখ্যাত ডাকাত, বিভিন্ন অপরাধে তার নামে নয়টি মামলা রয়েছে। হোগলাকান্দি গ্রামে পুলিশ তাকে আটক করতে গেলে সে পার্শ্ববর্তী খালে ঝাঁপ দেয়। পুলিশও তার পেছন পেছন খালে ঝাঁপ দেয়। কাদাজলে মাখামাখি হয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা পাওয়া যায়।

পৃথক অভিযানে বিকাল সাড়ে পাঁচটার দিকে পুরান বাউশিয়া গ্রাম থেকে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল সরকারকে আটক করা হয়। একই দিন আরেকটি অভিযানে গোয়ালগাঁও গ্রাম থেকে ১৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বোরহানকে আটক করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সোমবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত