শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বাংলাদেশের ‘ক্যাপটেন’ হতে পারেন তাসকিন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৫১ এএম

এবারের বিপিএলে এনামুল হক বিজয়ের জায়গায় রাজশাহীর অধিনায়কত্ব পেয়েই তাসকিন আহমেদ দুর্বার করে তুলেছেন দলটিকে। তিন ম্যাচের দুটিতে জিতিয়েছেন, তার আবার টেবিলের শীর্ষে থাকা রংপুর রাউডার্সকে। মাঠের বাইরের একগাদা বিতর্ক এবং মাঠের ভেতর চাপের মধ্যে থাকা দলটিকে যেভাবে চাঙ্গা করে তুলেছেন তাসকিন তেমন এক অধিনায়ককেই তো প্রয়োজন দেশের ক্রিকেটে। ফাঁকাও রয়েছে টি-টোয়েন্টি অধিনায়কের পদটি।

গতকাল রংপুরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর জাতীয় দলের অধিনায়কত্ব করবেন কি না জানতে চাওয়া হলে তাসকিন উত্তর দেন, ‘এসব তো দেরি আছে… কালকে (সোমবার) একটা ম্যাচ আছে। প্রক্রিয়াতেই থাকি। যখন সময় হবে, সবকিছু সময়ের সঙ্গেই হবে। তকদির বলেও কিছু ব্যাপার আছে। সামনে অনেক ক্রিকেট খেলা আছে। একজন ক্রিকেটার হিসেবে স্রেফ উপভোগ করতে চাই আর উন্নতির ধারা ধরে রাখতে চাই। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, এটাই চাওয়া। আসলে ওগুলো (অধিনায়কত্ব) নিয়ে চিন্তা করছি না। যদি সময় আসে, কখনও এলে দেখা যাবে…।’

এক দশক ধরে জাতীয় দলে খেলছেন তাসকিন। নিজের ফিটনেস ঠিক করে কীভাবে ক্ষুরধার হয়ে ফিরে আসা যায়- দেশের পেসারদের সামনে সেই নিদর্শন স্থাপন করেছেন তিনি। এবারের বিপিএলে এক ম্যাচ হাতে রেখে ২৪ উইকেট নিয়ে ছাপিয়ে গেছেন সাকিব আল হাসানকে, গড়েছেন মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন কীর্তি। এমন পরিণত হতে থাকা তাসকিনের কাঁধে জাতীয় দলের অধিনায়কত্বের ভার দেওয়া যেতেই পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত