চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তেই বিপিএলে বিস্ফোরক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস। এমনকী তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফেরানোর দাবিও উঠেছিল। তবে আসরজুড়েই তিনি ছিলেন অধারাবাহিক। তাই নিজের সামর্থ্যের পুরোটা কাজে লাগাতে পারেননি। আজ শনিবার ঢাকার শেষ ম্যাচেও লিটন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, করেছেন মাত্র ১০ রান।
মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে লিটনের ১০ বলে ১০ রানের ইনিংসে আবার ছিল একটি করে চার-ছক্কা। তার মানে, বাকি ৮ বলে তিনি কোনো রান নেননি। ঢাকার ইনিংস শেষে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার পাঁচে আছেন লিটন। ১২ ম্যাচের ১২ ইনিংসে তার সংগ্রহ ৩৭৮ রান। সর্বোচ্চ অপরাজিত ১২৫ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। সেইসঙ্গে আছে দুটি ফিফটিও।
চলতি বিপিএলে লিটনকে সবগুলো ম্যাচ খেলিয়েছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। প্রবল সমালোচনার মুখে তিনি গণমাধ্যমে বারবার বলেছেন, লিটনকে তিনি কতটা পছন্দ করেন। সেইসঙ্গে লিটনের খারাপ সময়ে পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেছেন। তবে ঢাকার ভাগ্য খোলেনি। আরও আগেই প্লে অফ থেকে তারা ছিটকে গেছে। আজ শেষ ম্যাচের আগে ১১ ম্যাচে তাদের জয় মাত্র ৩টি।