শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ছয় বছর পর অক্ষয়ের সেঞ্চুরি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম

গত কয়েক বছর ধরে বক্স অফিসে ব্যর্থতার দায় কাঁধে নিয়েই একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার অভিনীত ‘স্কাই ফোর্স’ সিনেমা গত ২৪ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। সন্দীপ কেলওয়ানি নির্মিত সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। দীর্ঘ ছয় বছর পর সেঞ্চুরি করেছে অক্ষয়ের সিনেমা।

গত শনিবার ‘স্কাই ফোর্স’ টিম একটি পোস্টার প্রকাশ করে জানিয়েছে, সিনেমাটি মুক্তির দ্বিতীয় শুক্রবার পর্যন্ত শুধু ভারতে টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে ১০৪.৩ কোটি রুপি। 

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ৬ বছর পর অক্ষয়ের কোনো সিনেমা শতকোটি রুপি আয় করেছে। তার অভিনীত ‘গুড নিউজ’ সিনেমা ২০১৯ সালের ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কারিনা কাপুর খান, কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটির আয় শতকোটির ক্লাব পেরিয়ে যায়। এরপর আর কোনো সিনেমা শতকোটি রুপি আয় করতে পারেনি। যে কয়টি সিনেমা শতকোটির বেশি আয় করেছে, সেসব সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।

২০১৯ সাল থেকে অক্ষয় কুমারের সিনেমার তালিকা এবং তাদের নিট বক্স অফিস আয়

. গুড নিউজ (২০১৯): ২০৫.০৯ কোটি রুপি

. বেল বটম (২০২১): ৩৩.৩১ কোটি রুপি

. বচ্চন পাণ্ডে (২০২১): ৫১.০৪ কোটি রুপি

. সম্রাট পৃথ্বীরাজ (২০২১ ): ৬৮.২৫ কোটি রুপি

. রক্ষা বন্ধন (২০২২): ৪৮.৬৩ কোটি রুপি

. রাম সেতু (২০২২): ৭৪.৭ কোটি রুপি

. সেলফি (২০২৩): ১৭.০৩ কোটি রুপি

. মিশন রানিগঞ্জ (২০২৩): ৩৪.১৭ কোটি রুপি

. বড় মিয়া ছোট মিয়া (২০২৪): ৬৫.৯৬ কোটি রুপি

১০. সারফিরা (২০২৪): ২৪.৮৫ কোটি রুপি

১১. খেল খেল ম্যায় (২০২৪): ৩৯.২৯ কোটি রুপি 


অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ চলতি বছরের বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এটি। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন অমর কৌশিক ও দীনেশ বিজন। ১৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন নিমরাত কৌর, সারা আলী খান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত