ইংল্যান্ডের বিপক্ষে ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ৪-১ এ। সিরিজ শেষ হলেও চতুর্থ ম্যাচে শুরু হওয়া বিতর্কের রেশ যেন হচ্ছে না। সেই ম্যাচে শিবম দুবের কনকাশন বদলি হিসেবে হর্ষিত রানাকে নামানোয় ভারতীয় দলের সমালোচনা তো হচ্ছেই, আঙুল উঠছে ম্যাচ রেফারির দিকেও।
ভারতের মাটিতে হওয়া সিরিজটিতে ম্যাচ রেফারি ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার জাভাগাল শ্রীনাথ। চিকিৎসক কর্তৃক খেলোয়াড়ের কনকাশন নিশ্চিত করার পর খেলোয়াড় বদলের চূড়ান্ত অনুমোদন দিয়ে থাকেন ম্যাচ রেফারি।
শ্রীনাথ ভারতের প্রতি পক্ষপাত করেছেন বলে মনে করছেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
পিটারসেনের করা এক পোস্টে ক্রিস ব্রড লেখেন, 'এ ধরনের পরিস্থিতি বন্ধ করার জন্য নিরপেক্ষ ম্যাচ অফিশিয়ালসকে দায়িত্ব দেওয়া উচিত। আইসিসি কেন পক্ষপাত ও দুর্নীতির সেই পুরোনো দিনগুলোতে ফিরছে?'
একই বিষয়ে অন্য একজনের জিজ্ঞাসার জবাবে ব্রড লেখেন, 'একজন ভারতীয় ম্যাচ রেফারি ভারতের এই বদলিতে অনুমোদন না দেবেন কেন? পক্ষপাত এড়ানোর জন্য নিরপেক্ষ ম্যাচ অফিশিয়ালস দেওয়া উচিত।'
অবশ্য ব্রড নিজেও বেশ কয়েকবার ইংল্যান্ডের ম্যাচে রেফারির ভূমিকায় ছিলেন। সবশেষ গত বছর মে মাসে ইংল্যান্ড-ভারত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি।