বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সৌদিতে প্রবাসীর হাতে আরেক প্রবাসী খুন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম

সৌদি আরবে এক বাংলাদেশি প্রবাসীর ছুরিকাঘাতে আরেক প্রবাসী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯ টায় মক্কায় এ ঘটনা ঘটে।

নিহত ফজর আলী (৪০) টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের বলধী গ্রামের আব্দুল করিমের ছেলে। 

কোকড়হরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এমন ঘটনা ঘটেছে আমি শুনেছি প্রবাসী ঘাতকের বাড়ি একই উপজেলার কালিহাতী পৌরসভার ৫ নং ওয়ার্ড সাতুটিয়া গ্রামের শাহ আলী ফকিরের ছেলে নুরুল হক।

নিহতের পরিবার জানায়, রুমের অন্যান্য বাংলাদেশিরা নামাজে গেলে ফজর আলী ও নুরুল রুমে থাকে। নুরুলকে রুমে থেকে বের হয়ে ফোনে কথা বলার জন্য বললে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে। এভাবে কয়েকবার ছুরিঘাত করার কারণে দ্রুত মৃত্যুর কুলে ঠলে পড়ে। 

মক্কার ভিলায় সহকর্মীরা পড়ে নুরুলকে রশি দিয়ে বেধে রাখে। প্রবাসী ফজর আলীর ১৬ বছরের সংসারে দুই সন্তান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত