সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনালের সময়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হবে শিরোপা লড়াই। ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়।

বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগের সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬:৩০টায়। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হবে আধা ঘণ্টা আগে।

নতুন সময়সূচি:

প্রথম ইনিংস শুরু: সন্ধ্যা ৬:০০

বিরতি: সন্ধ্যা ৭:৩০ থেকে ৭:৫০

দ্বিতীয় ইনিংস: সন্ধ্যা ৭:৫০ থেকে ৯:২০

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ফাইনাল। বিপিএলের এবারের আসরে দুই দলই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। তাই শিরোপার লড়াই ঘিরে সমর্থকদের উত্তেজনাও তুঙ্গে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত