মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আপনার জিজ্ঞাসা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫ এএম

অজুতে ব্যান্ডেজের ওপর মাসেহ

ইমরান হুসাইন, উত্তরা

প্রশ্ন : কিছুদিন আগে আমার হাতের একটি আঙুল কেটে যায়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আঙুলে ব্যান্ডেজ বেঁধে দেন এবং ব্যান্ডেজ খুলতে ও ভেজাতে নিষেধ করেন। ব্যান্ডেজ বাঁধার সময় আমার অজু ছিল না। আমরা জানি, মোজার ওপর মাসেহ করার জন্য মোজা পবিত্র অবস্থায় পরতে হয়। অন্যথায় মোজার ওপর মাসেহ করা যায় না। তাই আমার সন্দেহ হচ্ছে, আমি উক্ত ব্যান্ডেজের ওপর মাসেহ করতে পারব কি?

উত্তর : আপনি উক্ত ব্যান্ডেজের ওপর মাসেহ করতে পারবেন। কেননা ব্যান্ডেজের ওপর মাসেহ করার বিধান মোজার মাসেহের মতো নয়। ব্যান্ডেজের ওপর মাসেহ করার জন্য পবিত্র অবস্থায় ব্যান্ডেজ বাঁধা জরুরি নয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি ব্যান্ডেজের ওপর মাসেহ করবেন এবং উক্ত হাতের বাকি অংশ ধোয়া সম্ভব হলে ধৌত করবেন। (আদ্দুররুল মুখতার ১/২৮০)

নাপাকি মুছে ফেললে পাক হয় কি?

মাসুমা নাওমি, নারায়ণগঞ্জ

প্রশ্ন : আমাদের বাসায় একটি কাচের টেবিল আছে। আমার ছেলে অনেক সময় ওই টেবিলে ওঠে পেশাব করে দেয়। তখন আমি কাপড় দিয়ে ভালো করে টেবিলটি মুছে ফেলি। মুছার পর  সেখানে আর পেশাবের দুর্গন্ধ থাকে না। এখন আমার জানার বিষয় হলো, টেবিলটি কাপড় দিয়ে মুছলে কি পাক হবে, নাকি পানি দিয়ে ধৌত করতে হবে? আশা করছি, বিস্তারিত জানাবেন।

উত্তর : প্রশ্নে উল্লিখিত ক্ষেত্রে টেবিলটি ভেজা বা শুকনো কাপড় দিয়ে এমনভাবে মুছতে হবে যেন নাপাকির দাগ ও গন্ধ দূর হয়ে যায়। তাহলে তা পাক হয়ে যাবে। এক্ষেত্রে ধোয়া জরুরি নয়। কারণ যেসব বস্তু মসৃণ এবং নাপাকি শুষে না, যেমন কাচ, মসৃণ লোহা ইত্যাদি এগুলো পাক করার জন্য ধোয়া জরুরি নয়। বরং নাপাকির দাগ ও গন্ধ দূর হয়ে যাওয়ার মতো করে মোছাই যথেষ্ট। (আদ্দুররুল মুখতার ১/৩১০)

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত