আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় অ্যানালিস্ট—পলিসি ইনফ্লুয়েন্সিং অ্যান্ড নেটওয়ার্কিং পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যানালিস্ট—পলিসি ইনফ্লুয়েন্সিং অ্যান্ড নেটওয়ার্কিং
পদসংখ্যা: ১
যোগ্যতা: কোনো ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অ্যাডভোকেসি, পলিসি অ্যানালাইসিস অ্যান্ড স্ট্র্যাটেজিক কমিউনিকেশনে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা, কমিউনেকশন, স্ট্র্যাটেজিক থিঙ্কিং, পাবলিক রিলেশনস ও অ্যাডভাইজরিতে দক্ষতা থাকতে হবে। উপস্থাপনায় পারদর্শী হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২,০৩,৭১২ থেকে ২,৫৪,৬৪০ টাকা (আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া জীবন বিমা ও চিকিৎসাসুবিধা আছে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই লিংকের Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫।