শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

অবশেষে গ্রেপ্তার এসপির সঙ্গে সেলফি তোলা হত্যা মামলার সেই আসামি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম

দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার করা হলো কুমিল্লা এসপির সঙ্গে ছবি তোলা আসামি আহসান উল্লাহকে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা পুলিশ লাইন এলাকায় অভিযান চালিয়ে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহাম্মদ খাঁনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে যান। সেখানে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া হত্যা মামলার অন্যতম আসামি আহসান উল্লাহ সেলফি তুলে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হলে পোস্টটি আইডি থেকে সরিয়ে নেন। 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আহসান উল্লাহ পাঞ্জাবি পরিহিত অবস্থায় ও চোখে কালো চশমা পরে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহাম্মদ খাঁনের অফিসে। ছবিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিবসহ বেশ কয়েকজন নেতাকর্মীকেও দেখা যায়। বিষয়টি নিয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দেশ রূপান্তর অনলাইনে সংবাদ প্রকাশ হয়। 

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সমর বড়ুয়া কুমিল্লার বাসা থেকে হত্যা মামলার আসামি আহসান উল্লাহকে গ্রেপ্তার করে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত