সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ও গুলি করে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজারে প্রকাশ্যে ককটেল ফাটিয়ে ও গুলিবর্ষণ করে মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্স নামক এক স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) আনুমানিক রাত আটটার সময়ে এ ঘটনা ঘটে। এ সময়ে ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময়ে এক ডাকাতকে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। 

আটককৃত ডাকাত ঢাকা উত্তর খান এলাকার কাউছার আহমেদ। তথ্যটি রাত ১০টায় নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় প্রীতি জুয়েলার্সসহ আশ-পাশের দোকানগুলোতে ক্রেতারা মাল ক্রয়ের জন্য দেখছেন। এ সময় মসজিদে এশার নামাজ চলছিল। হঠাৎ করে পৌনে আটটার দিকে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে সকলকে জিম্মী করে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পাশের বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করায় তাকে গুলি করে সংঘবদ্ধ ডাকাতচক্র।  

ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই। পরে বেরিয়ে দেখি মসজিদ মার্কেটের নিচতলার প্রীত জুয়েলার্স নামের স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। 

প্রীত জুয়েলার্সের প্রোপাইটর রবীন্দ্র দত্ত বলেন, প্রথমে দুইজন কাস্টমার সেজে আমার দোকানে প্রবেশ করে বিভিন্ন গহনা ক্রয় করতে চায়। ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত পৌনে ৮টার দিকে ৫-৭ জনের একটি চক্র ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে সকলকে জিম্মী করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহভাজন ডাকাতকে থানায় নিয়ে যায়। এছাড়া একটি নোহা মাইক্রোবাসও উদ্ধার করে পুলিশ। 

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময়ে স্থানীয় জনতা এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। পুলিশ অপর ডাকাতদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত