চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়েছিল গত জানুয়ারিতে। কিন্তু সেই দলে জায়গা পাননি দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। সাম্প্রতিক ফর্ম খারাপ থাকায় বাদ পড়লেও, এরপর বিপিএলে রেকর্ড গড়া এক সেঞ্চুরি হাঁকিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই ওপেনার। তার বাদ পড়া নিয়ে হয়েছে বিস্তর আলোচনা।
দল ঘোষণার পর থেকে কোচ ফিল সিমন্স ছিলেন নীরব। তবে সোমবার মিরপুরে অনুশীলনের ফাঁকে মুখ খুললেন বাংলাদেশ দলের প্রধান কোচ। লিটনের বাদ পড়া নিয়ে তার বক্তব্যে ফুটে উঠল এক ধরনের আফসোস, তবে বাস্তবতাও মেনে নিচ্ছেন তিনি।
লিটনের বাদ পড়া নিয়ে সিমন্স বলেন, ‘আমি লিটনের সঙ্গে কথা বলেছি। দল নির্বাচনের সময় তার নিশ্চয়ই খারাপ লেগেছে, তবে সে বিষয়টি মেনে নিয়েছে। আমরা দেখেছি, বিপিএলে সে ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘তার মতো প্লেয়ার অবশ্যই দলে দরকার ছিল। কিন্তু সবাই জানে, স্কোয়াড ঘোষণার সময় সে নিয়মিত রান পাচ্ছিল না। তবে একটা বিষয় স্পষ্ট— সে অনেক পরিশ্রম করছে ফিরে আসার জন্য।’
লিটনের মতোই সাকিব আল হাসানও নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। তবে তার না থাকার কারণ সম্পূর্ণ ভিন্ন— বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় নিষিদ্ধ হয়েছেন তিনি।
যদি অ্যাকশনের সমস্যা না থাকতো, তাহলে কি সাকিব দলে থাকতেন? এই প্রশ্নের জবাবে একটু কৌশলী ছিলেন সিমন্স। তিনি শুধু বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারব না।’
আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। লিটন-সাকিবহীন বাংলাদেশ দল কেমন পারফর্ম করবে, সেটাই এখন বড় প্রশ্ন!