সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শুনানির দিন বিডিআর বিদ্রোহের হাজতির মৃত্যু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ এএম

বিডিআর বিদ্রোহ মামলার ১০ বছরের সাজা খাটা এবং বিস্ফোরক মামলায় ৬ বছর জেলে থাকা এনামুল হক (৬৫) নামে এক হাজতি আদালতে শুনানির দিন মারা গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এনামুল হকের মেয়ে মিনা বেগম বলেন, ‘আমার বাবা বিডিআর বিদ্রোহ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হন। তার ১০ বছর সাজা শেষ হলেও তিনি জেল থেকে বের হতে পারেননি। পরে তাকে আবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৬ বছর ধরে কারাগারে রাখা হয়। সোমবার বিস্ফোরক মামলার শুনানির দিন ছিল কিন্তু তার আর জেল থেকে খালাস পাওয়া হলো না।’

এনামুলের চাচাতো ভাই মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘আমাদের বাড়ির টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায়। আমার চাচাতো ভাইয়ের চাকরি শেষ হওয়ার তিন মাস আগে বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেপ্তার করে তাকে কারাগারে রাখা হয়। এর মধ্যে বিনা চিকিৎসায় ক্যানসারে আক্রান্ত হয়ে ছয় বছর আগে তার স্ত্রী লাইলী বেগমও মারা যান। তার চার মেয়ে।’ 

বিস্ফোরক মামলায় জামিন আদেশ ২-৩ দিনের মধ্যে : কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে পিলখানায় বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনে জামিন না পাওয়া আসামিদের জামিন শুনানির আদেশ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।

গতকাল সোমবার সকালে বিডিয়ার বিদ্রোহ মামলার বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে জামিন না পাওয়া ১১৫ জন বিডিয়ার সদস্যদের জামিন শুনানি শুরু হয়। এ সময় আসাদ উল্লাহ নামে এক বিডিআর সদস্যের জেরা কার্যক্রম শুরু করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল আইনজীবী এবং মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে আসামিপক্ষের একদল আইনজীবী জেরায় অংশ নেয়।

এই মামলায় সব মিলিয়ে ২৮৪ জনের সাক্ষী নেওয়া হলো। জামিন না পাওয়া ১১৫ জনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৬৫ জন এবং কাশিমপুরে ৫০ জন বিডিআর বিদ্রোহ সদস্য রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত