শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বেবিচকের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ এএম

বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার ছয় আইনজীবীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করা হয়। এতে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন সচিব, বেবিচকের চেয়ারম্যান, পরিচালক (প্রশাসন) ও প্রধান প্রকৌশলীকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবীরা হলেন ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান বনি, অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাঈম সরদার, অ্যাডভোকেট মো. শাহেদ সিদ্দিকী, ও অ্যাডভোকেট খায়রুল বাশার।

গত ৬ ফেব্রুয়ারি বেবিচকের হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠান রিট মামলার আইনজীবী সোলায়মান তুষার। তিনি দেশ রূপান্তরকে বলেন নোটিসের কোনো জবাব না পাওয়ায় এ রিট আবেদনটি করা হয়েছে। আগামীকাল হাইকোর্টের একটি এখতিয়ার সম্পন্ন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। কার্যতালিকায় আসলে শুনানি হবে।

রিট আবেদনে বলা হয়, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের নেতৃত্বে দেশের বিমানবন্দরগুলোতে শতশত কোটি টাকার দুর্নীতি ও লুটপাট হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের অনুসন্ধানে এই লুটপাটের সঙ্গে হাবিবুর রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমানসহ অভিযুক্তদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে দেশের সব বিমান ও স্থলবন্দরে চিঠি পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ঘুষের টাকা ফেরত চেয়ে তার বিরুদ্ধে জিডি দায়ের করেছেন এক ভুক্তভোগী। কিন্তু এত কিছুর পরেও হাবিবুর রহমানের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আবেদনে আরও বলা হয়, প্রধান প্রকৌশলীর মতো পদে থাকলে স্বাভাবিকভাবেই তদন্তকাজ ব্যাহত হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত