চ্যাম্পিয়নস ট্রফির মাঠের লড়াই শুরু হতে বাকি আর কিছুদিন। তবে তার আগে সংযুক্ত আরব আমিরাতে একটি বিশেষ ক্যাম্প করবে বাংলাদেশ দল। প্রস্তুতি পর্বের জন্য স্কোয়াডের বাইরের তিন পেসার হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী যাচ্ছেন দুবাই। অথচ চমকের বিষয়, স্কোয়াড থেকে বাদ পড়া শরিফুল ইসলাম থাকছেন না এই ক্যাম্পে।
বাংলাদেশের মূল স্কোয়াডে পেসার রয়েছেন চারজন—তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। তবে চ্যাম্পিয়নস ট্রফির মতো টুর্নামেন্টে ব্যাকআপ পেসার থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ম্যাচের আগে ব্যাটারদের অনুশীলনের জন্য প্রয়োজনীয় বোলার দরকার। মূল স্কোয়াডের পেসারদের টানা বল করা সম্ভব নয়, তাই এই তিনজনকে নেওয়া হচ্ছে শুধু অনুশীলন সহায়তা করার জন্য।
বিসিবির একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, ‘দুবাইতে একটা ক্যাম্প হবে, সেখানে নেটে ব্যাটসম্যানদের বল করার প্রয়োজন হবে। স্কোয়াডে থাকা বোলাররা টানা বল করতে পারবেন না। তাই স্কোয়াডের বাইরে থেকে তিনজন পেসার নেওয়া হচ্ছে।’
স্কোয়াড ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলেন শরিফুল ইসলাম। নিয়মিত পারফরমার হয়েও চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি তার। এবার দুবাই ক্যাম্পেও রাখা হয়নি তাকে। কারণ? ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। টানা বিপিএল খেলেছেন শরিফুল, তাই তাকে বিশ্রামে রাখা হচ্ছে।
১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে এরপর চ্যাম্পিয়নস ট্রফির মূল মিশন শুরু করবে টাইগাররা।
২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
স্কোয়াডের বাইরের তিন পেসার শুধু অনুশীলনে সাহায্য করেই দেশে ফিরবেন। তবে পরিস্থিতি বদলে গেলে, ইনজুরি বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে তারা সুযোগ পেয়ে যেতে পারেন দলে। ক্রিকেটে তো বলা হয়ই—‘কখন কার দরকার পড়ে বলা যায় না!’