সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

মিলানে কাকার মত ইতিহাস গড়তে চান ফেলিক্স

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স গেল গ্রীষ্মে আতলেতিকো মাদ্রিদ থেকে নাম লেখান চেলসিতে। ব্লুজদের হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি ফেলিক্স। এই শীতকালীন দলবদলে চেলসি থেকে ধারে এসি মিলানে খেলতে গেছেন ফেলিক্স।

ধারে খেলতে গেলেও পরে পাকাপাকি চুক্তি করতে পারবেন। এরই মধ্যে সিরি আ'তে অভিষেকে রোমার বিপক্ষে গোল করেছেন ফেলিক্স। তবে দ্বিতীয় ম্যাচে গোল পাননি তিনি।

ফেলিক্স বলেছেন, 'আমার পছন্দের ফুটবলার কাকা। বছরখানেক আগে তার সাথে আমার কথা হয়েছিল, যুক্তরাষ্ট্রে শেষবার আমাদের দেখা হয়েছিল। আমরা ছোটো সাক্ষাৎকারও দিয়েছিলাম একসঙ্গে। সে আমার আইডল। তবে আমাদের দুজনের মাঝে কোনো তুলনা টানা হোক সেটা আমি চাই না। কাকার মতো এই ক্লাবের (মিলানের) হয়ে আমিও ইতিহাস গড়তে চাই।'

কাকা তার ক্যারিয়ারের সোনালী সময়টা কাটিয়েছেন এসি মিলানেই। ক্লাবটার হয়ে ৩০৭ ম্যাচে করেছেন ১০৪ গোল ও ৮১ অ্যাসিস্ট। ২০০৬-০৭ মৌসুমে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাও।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত