বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নাটকীয় ম্যাচে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয়

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩ এএম

রোমাঞ্চকর ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর পরাজয় যখন চোখ রাঙাচ্ছিল, তখনই নাটকীয়ভাবে ম্যাচের চিত্র পাল্টে যায়। ছয় মিনিটের মধ্যে দুই গোল করে দুর্দান্ত জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। ৩-২ ব্যবধানের এই জয়ে রিয়াল এগিয়ে গেল শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে রাতে প্লে-অফের প্রথম লেগের শুরুতে আর্লিং হলান্ড সিটিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি থেকে হলান্ডের দ্বিতীয় গোলে ফের লিড নেয় স্বাগতিকরা। শেষ দিকে বদলি নামার পরপরই ব্রাহিম দিয়াস সমতা টানেন। পরে যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন জুড বেলিংহ্যাম।

পুরো ম্যাচে সিটি গোলমুখে ১১ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে। সেখানে ২০টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে রিয়াল। ১৯তম মিনিটে ছয় গজ বক্সের কোণা থেকে সিটিকে এগিয়ে দেন আর্লিং হলান্ড। একমাত্র গোলেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে এমবাপ্পের অদ্ভুত গোলে ম্যাচে সমতা ফিরে। ফরাসি তারকা ঠিকঠাক ভলি করতে না পারলেও বল চলে যায় জালে।

৮০তম মিনিটে পেনাল্টি থেকে হলান্ডের সফল স্পট-কিকে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। ৮৪তম মিনিটে বদলি নেমে দুই মিনিটের মাথায় রিয়ালকে সমতায় ফেরান ব্রাহিম। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়ালকে জয়ের উল্লাসে ভাসান বেলিংহ্যাম। আগামী ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত