শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

প্রকাশ্যে এলো শেকৃবি ছাত্রশিবির

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ এএম

প্রকাশনা উৎসব আয়োজনের ঘোষণা দিয়ে প্রকাশ্যে এলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ইসলামী ছাত্রশিবির। গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে এ তথ্য জানা যায়। 

এতে শাখা সভাপতি মো. আবুল হাসান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈমের পরিচয়ও প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেকৃবি শাখা ছাত্রশিবির দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব-২০২৫ আয়োজন করতে যাচ্ছে। এই উৎসব ১৯ ও ২০ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, শেকৃবি ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈম কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন কৃষি অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। 

এ বিষয়ে শেকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোহা. আশাবুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘তারা কয়েকজন আমার কাছে এসেছিল অনুমতি নিতে তবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় এ বিষয়ে অনুমতি দেইনি।

অনুমতি না দেওয়ার বিষয়ে শেকৃবি ছাত্র শিবিরের সভাপতি আবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ভিসি, ছাত্র পরামর্শক, প্রক্টর স্যারের কাছে লিখিত অনুমতি চেয়েছিলাম তবে ছাত্র ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় তারা কোনো রাজনৈতিক সংগঠনকে কার্যক্রমের অনুমতি দিচ্ছে না বলে জানান, তবে তারা বলেন তোমরা প্রোগ্রাম করার পর সাধারণ শিক্ষার্থীরা কি মন্তব্য করে সেটা দেখব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত