কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
কক্সবাজারে সাড়ে তিন লাখ ইয়াবা বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে রবিবার প্রতিবেদন প্রকাশ করার পর পুলিশ সদর দপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজল করিম স্বাক্ষরিত এক আদেশে বলেন, ‘‘জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ১৮ ফেব্রুয়ারি এসপি রহমত উল্লাহকে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।’’