ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান তিনি। এরপর থেকে হাসিনা ভারতেই অবস্থান করছেন। দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত দিতে নোট ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হলেও, ভারত সরকার এ ব্যাপারে সাড়া দিচ্ছে না। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শেখ হাসিনাকে ফেরত পাঠানো বিষয়ে ভারতে একটি জরিপ চালিয়েছে। সে জরিপে দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।
ইন্ডিয়া টুডে এই জরিপের নাম দিয়েছে মুড অব দ্য নেশন। এতে প্রশ্ন করা হয়Ñ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী? দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। আর পুরো ভারতের ২১ দশমিক ১ শতাংশ মানুষ চান ভারত সরকার হাসিনাকে ফেরত পাঠিয়ে দিক।
তবে ভিন্ন মতও দেখা গেছে জরিপে। হাসিনা ভারতের মিত্র ছিলেন তাই উত্তরপূর্বাঞ্চলের ২৩ শতাংশ মানুষ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল বলে মত দিয়েছে। আর সমগ্র ভারতের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ একই মতামত জানিয়েছেন। এ ছাড়া পুরো ভারতের আরও ২৯ শতাংশ মানুষ চান হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়। অন্যদিকে উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।