শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইসির অনুমতি ছাড়া মিলবে না নাগরিক তথ্য

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ এএম

তথ্য যাচাইকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের সার্ভার থেকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবির। গতকাল সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এনআইডির ডিজি বলেন, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলোকে আমরা দুইভাবে সেবা দিয়ে থাকি। একটি এপিএ সিস্টেমে অর্থাৎ ওনরা অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত থেকে কাজ করতে পারেন। দ্বিতীয়ত পোর্টাল সিস্টেমে। অর্থাৎ এনআইডি নম্বর আর জন্ম তারিখ দিলে পোর্টালে এই তথ্যগুলো ভেসে আসে। এভাবে তারা সেবা নিচ্ছিল।

তবে এখন থেকে তারা এভাবে তথ্য যাচাই করতে দেবে না উল্লেখ করে এনআইডির ডিজি বলেন, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান যেসব তথ্য যাচাই করতে চাইবে, তা নির্বাচন কমিশন থেকে সঠিক না ভুল তা জানানো হবে। অর্থাৎ নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের কাজটি এখন  থেকে সম্পূর্ণভাবে অন্যরা করতে পারবে না। তথ্য ফাঁস রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পূর্বে তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন থেকে কমিটি করা হবে, যে কমিটি অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত করতে পারবে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে কর্মরতদের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে।

 এ সময় এনআইডির বিভিন্ন ক্রুটি সারানোর কাজ দ্রুত চলছে জানিয়ে ডিজি বলেন, জাতীয় পরিচয়পত্রের সংশোধনের পেন্ডিং আবেদন সমাধানে ক্র্যাশ প্রোগ্রাম নেওয়ার সময় থেকে এ পর্যন্ত ৫০ শতাংশ আবেদন নিষ্পত্তি হয়েছে। দ্রুতই সব আবেদন নিষ্পত্তি করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত