বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ডিপিএলে নতুন ভূমিকায় মোহাম্মদ আশরাফুল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোচ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন। পুরুষ ও নারী—দুই বিভাগের দলকেই নেতৃত্ব দেবেন তিনি। 

প্রথমে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথ ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন আশরাফুল। এরপর, নারী লিগ শেষ হলে পুরুষদের ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। 

এর আগে, আশরাফুল বিপিএলে রংপুর রাইডার্সের প্রধান সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। দক্ষিণ আফ্রিকান-অস্ট্রেলিয়ান কোচ মিকি আর্থারের অধীনে তিনি কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেন। তার কোচিংয়ে রংপুর রাইডার্স গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও সাম্প্রতিক বিপিএলে শিরোপা জেতে। 

নতুন দায়িত্ব নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আশরাফুল বলেন, ‘বিপিএল ও গ্লোবাল টি-টোয়েন্টির মতো বড় আসরে প্রধান সহকারী কোচ হিসেবে কাজ করলেও, ঢাকা লিগে এবারই প্রথমবারের মতো প্রধান কোচের ভূমিকায় থাকছি।’

তিনি আরও বলেন, ‘একই আসরে নারী ও পুরুষ দুই দলের কোচিং করানো বড় চ্যালেঞ্জ। তবে আমি এই সুযোগটাকে ইতিবাচকভাবে নিচ্ছি এবং সেরা দেওয়ার চেষ্টা করব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত