সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রাজধানীতে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নবগঠিত কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা রাজধানীতে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন নেতাকর্মীরা। তারা অবিলম্বে যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। এ দাবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর স্মারকলিপি দেন পদবঞ্ছিতরা। তাদের অভিযোগ, অনেক জ্যেষ্ঠ নেতাদের কমিটিতে রাখা হয়নি। অযোগ্য ও ব্যক্তিগত পছন্দের নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

মিছিলে অংশ নিয়েছেন, দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরটি মামুন, আসিফুর রহমান বিপ্লব, মো. জিন্নাহ, জাকির হোসেন বাবু, আতাউর রহমান, সাবেক সদস্য ইমরান খান ইমন, আলমগীর হোসেন প্রমুখ।

সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কমিটি গঠন করা হয়। এতে অনেক ত্যাগী ও যোগ্য নেতাকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগ আছে, দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তার অনুগতদের দিয়ে কমিটি করেছে। নয়নের বিরুদ্ধে ৫ আগস্টের পর দিলকুশায় ইসলামী ব্যাংক দখলের অভিযোগ আছে। তার উপস্থিতিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে ভাঙচুরও করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত