বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মুক্তিপণ না পেয়ে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় মুক্তিপণের দাবিতে হাবিবুর রহমান নামে এক যুবককে হত্যার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নারায়ণগঞ্জ, ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন পটুয়াখালীর সদর থানার মাদারবুনিয়ার সগির হোসেন, তার স্ত্রী রেহেনা বেগম, নারায়ণগঞ্জের বন্দর থানার চর ইসলামপুরের আরিফ, মানিকগঞ্জের হরিরামপুর থানার দানেছপুরের সিদ্দিক ও পটুয়াখালীর সদর থানার হাজীখালা গ্রামের নুরুজ্জামান।

পুলিশ জানায়, নিহত হাবিবুর রহমান ফতুল্লার বাসিন্দা। গত ২৪ জানুয়ারি রাতে তাকে অপহরণ করা হয়। পরে হাবিবের মোবাইল নম্বর থেকে তার বাবা আজিজুল হকের কাছে একটি ফোন আসে। ফোনে অজ্ঞাত ব্যক্তি জানায়, ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, তা না হলে হাবিবকে মেরে ফেলা হবে। রাত ১২টার পর থেকে হাবিবের ফোন বন্ধ পাওয়া যায়। ২৮ জানুয়ারি ফতুল্লার আমতলা হরিহরপাড়া এলাকার স্বপন সরকারের বাড়ির নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত