বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চুরির অপবাদের প্রতিবাদ করায় গাছে বেঁধে নির্যাতন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ এএম

বাবার নামে চুরির অপবাদের প্রতিবাদ করতে যাওয়া এক কিশোরীকে টানা ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিতাব খাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

নবম শ্রেণির ওই কিশোরীকে (১৫) মারধরের পর সকাল ৯টার দিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেলা ৩টার দিকে গিয়ে কিশোরীকে উদ্ধার করে রাজারহাট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর ছোট বোন আশামনি (৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। তার দাদি নাতনির চিকিৎসার খরচ জোগাতে ওই কিশোরীর বাবাকে একটি গরু দেন। পরে কিশোরীর দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন। কিশোরী তার বাবাকে চুরির অপবাদ দেওয়ার প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানেই তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।

রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন গতকাল সন্ধ্যায় বলেন, ‘ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দিতে এসেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত