সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বইমেলায় জমির উদ্দিন মিলনের দুই বই

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম

অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে কবি জমির উদ্দিন মিলনের দুটি বই। এর মধ্যে একটি কবিতার বই যার নাম ‘অচেনা শহরের ডায়েরি’।  অন্যটি আত্মউন্নয়নমূলক বই ‘চিন্তা থেকে জয়’। 

সাহিত্যের সব শাখাতেই জমির উদ্দিন মিলনের বিচরণ। কবিতা, গল্প, উপন্যাস, এমনকি প্রবন্ধের মধ্য দিয়েও তিনি জীবনের গল্প বলতে চান। এ পর্যন্ত ৩০ টিরও বেশি বই বেরিয়েছে তার।

বই দুটি নিয়ে জমির উদ্দিন মিলন বলেন, সমকালীন বিভিন্ন প্রসঙ্গ এসেছে অচেনা শহরের ডায়েরিতে। মনস্তত্ত্ব, দেশপ্রেম, প্রকৃতি, রিবহ, ভালোবাসা নিয়ে ৩০০টি কবিতা রয়েছে বইটিতে। এটি বেরিয়েছে ছন্দ্রছাপ প্রকাশনী থেকে। সোহরাওয়ার্দী উদ্যানের ৫৮/৫৯ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। এছাড়া ‘চিন্তা থেকে জয়’ প্রকাশ করেছে পুঁথি প্রকাশ, যার স্টল নং ৭৭৫।

লেখক বলেন, আত্মউন্নয়নমূলক ৬০টি ইতিবাচক প্রবন্ধ আছে চিন্তা থেকে জয় বইয়ে। তাত্ত্বিক কথা না বলে কীভাবে জীবনকে এগিয়ে নিতে পারি, বড় হতে পারি তা নিয়ে লিখেছি। বইটি রকমারিতে আত্মউন্নয়নমূলক ক্যাটাগরিতে বেস্টসেলার হিসেবে আছে। সামনেই তৃতীয় মুদ্রণ আসবে।

জমির উদ্দিন মিলনের জন্ম ১৯৮৪ সালের ১ জানুয়ারি, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর মেহার গ্রামে। তার পিতার নাম মোশারফ হোসেন এবং মাতা আংকাজ হোসেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত